HTML Part : 6 - Html Paragraph..


Html এ Paragraph Tag এটি খুবই প্রয়োজনীয় একটি tag.
Html  এ  Paragraph Tag এর ভেতরেই কিন্তুু text গুলোকে  বিভিন্নভাবে সাজানো  হয়।

তাহলে Html নিয়ে পর্ব : ৬ এ - আজ   এখানে আমরা Paragraph Tag  সম্পর্কে  বিস্তারিত সকল কিছু শিখব — 

Paragraph Tag কি ?—
HTML এ paragraph  তৈরির জন্য <p>  tag  ব্যবহার করতে  হয়। 
Note :  HTML এ paragraph তৈরির জন্য অবশ্যই বাক্যের আগে  শুরু tag <p>   এবং  বাক্যের শেষে - শেষ tag  </p>  ব্যবহার করতে হয়।

যেমন —
<p>This is a paragraph.</p>

আবার ব্রাউজারের মাধ্যমে প্রতিটা paragraph (বাক্যগুলো)  কে আলাদাভাবে এক লাইনের পর এর নিচের  লাইনে  দেখাতে  হলে প্রতিটা paragraph (বাক্য)  এর পর একটা করে লাইন ব্রেক তৈরি করতে হয় । আর এই লাইন ব্রেক তৈরীর জন্য লাইনের শেষে <br /> tag টি ব্যবহার করতে হবে ।

যেমন —
<p>
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
</p>


Live Preview. 

Example Of Program —
<html>
<head>
<title> www.lincons-it.com</title>
</head>
<body bgcolor=" red">
<p>This is a paragraph.</p>

<p>
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.
</p>

<p>
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
</p>
</body>
</html>


• এবার আপনার কম্পিউটারের Notepad টি open করুন।
• তারপর উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ click করে File name: index.html  আর  Save as type : All files - select করে save করুন।
• তারপর save হওয়া index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন।
• Open করার পর নিচে প্রদর্শিত ছবির মত দেখতে পাবেন ।

Live Preview. 

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.