Html এ Paragraph Tag এটি খুবই প্রয়োজনীয় একটি tag.
Html এ Paragraph Tag এর ভেতরেই কিন্তুু text গুলোকে বিভিন্নভাবে সাজানো হয়।
তাহলে Html নিয়ে পর্ব : ৬ এ - আজ এখানে আমরা Paragraph Tag সম্পর্কে বিস্তারিত সকল কিছু শিখব —
Paragraph Tag কি ?—
HTML এ paragraph তৈরির জন্য <p> tag ব্যবহার করতে হয়।
Note : HTML এ paragraph তৈরির জন্য অবশ্যই বাক্যের আগে শুরু tag <p> এবং বাক্যের শেষে - শেষ tag </p> ব্যবহার করতে হয়।
যেমন —
<p>This is a paragraph.</p>
আবার ব্রাউজারের মাধ্যমে প্রতিটা paragraph (বাক্যগুলো) কে আলাদাভাবে এক লাইনের পর এর নিচের লাইনে দেখাতে হলে প্রতিটা paragraph (বাক্য) এর পর একটা করে লাইন ব্রেক তৈরি করতে হয় । আর এই লাইন ব্রেক তৈরীর জন্য লাইনের শেষে <br /> tag টি ব্যবহার করতে হবে ।
যেমন —
Note : HTML এ paragraph তৈরির জন্য অবশ্যই বাক্যের আগে শুরু tag <p> এবং বাক্যের শেষে - শেষ tag </p> ব্যবহার করতে হয়।
যেমন —
<p>This is a paragraph.</p>
আবার ব্রাউজারের মাধ্যমে প্রতিটা paragraph (বাক্যগুলো) কে আলাদাভাবে এক লাইনের পর এর নিচের লাইনে দেখাতে হলে প্রতিটা paragraph (বাক্য) এর পর একটা করে লাইন ব্রেক তৈরি করতে হয় । আর এই লাইন ব্রেক তৈরীর জন্য লাইনের শেষে <br /> tag টি ব্যবহার করতে হবে ।
যেমন —
<p>
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
Example Of Program —
<html>
<head>
<title> www.lincons-it.com</title>
</head>
<body bgcolor=" red">
<p>This is a paragraph.</p>
<p>
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.
</p>
<p>
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
This is a paragraph.<br />
</p>
</body>
</html>
• এবার আপনার কম্পিউটারের Notepad টি open করুন।
• তারপর উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ click করে File name: index.html আর Save as type : All files - select করে save করুন।
• তারপর save হওয়া index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন।
• Open করার পর নিচে প্রদর্শিত ছবির মত দেখতে পাবেন ।
• তারপর উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ click করে File name: index.html আর Save as type : All files - select করে save করুন।
• তারপর save হওয়া index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন।
• Open করার পর নিচে প্রদর্শিত ছবির মত দেখতে পাবেন ।