-->

HTML Part : 7 - Html text formatting..


HTML Part : 7  এ - আজ html text formatting  অর্থাৎ html এ যেকোনো লেখাকে ছোট, বড়, Bold, Strike, Underline — ইত্যাদি বিভিন্ন ফরমেটে কিভাবে করবেন তা শিখানো হবে —

Html Text Formatting —
Html এ একটি document কে  সুন্দরভাবে উপস্থাপন করতে Text formatting যেমন - Bold, Italic, Underline, strikethrough, Subscript, Superscript ইত্যাদি format এর উপর উপযুক্ত জ্ঞান থাকা প্রয়োজন।
Html এ text অবশ্যই paragraph tag <p> tag এর ভিতরে লিখতে হয়।
Program  Example —
<html>
<head>
<title>www.lincons-it.com</title>
</head>
<body bgcolor="red">
<p>
<b> Welcome  On  Lincons  IT </b>     
</p>
</body>
</html>


      Text Format সমূহ — 
  • Bold
  • Italic
  • Underline
  • strikethrough 
  • Subscript
  • Superscript
  • Big text
  • Small  text
  • Strong  text
  • Sample  text
  • Teletype
  • Abbreviation
  • Variable
  • Code 
  • address 

Note — HTML এ text formatting এর জন্য <b>, <i>, <u>, <strike>, <sub>, <sup>, <big>, <small>, <strong>, <samp>, <tt>, <abbr>, <var>, <code>, <address> tag সমূহ ব্যবহার করতে হয়।


Html Text Formatting Tag সমূহ — 
  শুরু Tag    শেষ Tag
     <b>       </b> 
     <i>      </i>
    <u>      </u>
  <strike>     </strike>
   <sub>     </sub>
   <sup>     </sup>
   <big>     </big>
  <small>     </small>
 <strong>      </strong>
  <samp>   </samp>
     <tt>       </tt>
   <abbr>     </abbr>
    <var>     </var>
   <code>     </code>
 <address>      </address>


Text Format এ কোন tag এর কোন কাজ? —

• Text bold করতে ব্যবহৃত হয় <b> tag.
যেমন —  <b>Welcome On Lincons IT</b>

• Text  Italic  করতে ব্যবহৃত হয় <i> tag.
যেমন — <i>Welcome On Lincons IT</i>

• Text  underline  করতে ব্যবহৃত হয় <u> tag.
যেমন — <u>Welcome On Lincons IT</u>

• Text  strike  করতে ব্যবহৃত হয় <strike> tag.
যেমন — <strike>Welcome On Lincons IT</strike>

• Text (বড়) Big করতে ব্যবহৃত হয় <big> tag.
যেমন — <big>Welcome On Lincons IT</big>

• Text (ছোট)  small  করতে ব্যবহৃত হয় <small> tag.
যেমন — <small>Welcome On Lincons IT</small>

• Text  Strong  করতে ব্যবহৃত হয় <strong> tag.
যেমন — <strong>Welcome On Lincons IT</strong>

• Text  Sample  করতে ব্যবহৃত হয় <samp> tag.
যেমন — <samp>Welcome On Lincons IT</samp>

• Text  Teletype  করতে ব্যবহৃত হয় <tt> tag.
যেমন — <tt>Welcome On Lincons IT</tt>


• Text  Subscript (CO²) করতে ব্যবহৃত হয় <sub> tag.
যেমন —  MgSO<sub>4</sub>
Note— এরকম subscript format এ text গুলোর  ক্ষেত্রে নিচের দিকে যে সংখ্যাটি থাকে সেটি সবসময় tag মাঝে রাখতে হবে।  এখানে আমি MgSO₄ এর ক্ষেত্রে 4 সংখ্যাটিকে শুধু tag এর মাঝে রেখেছি আর MgSO কে tag এর আগে রেখেছি..



• Text  Superscript (E=MC²) করতে ব্যবহৃত হয় <sup> tag.
যেমন — E=MC<sup>2</sup>
Note— এরকম superscript  format এ text গুলার ক্ষেত্রে উপরের দিকে যে সংখ্যাটি থাকে সেটি সবসময় tag মাঝে রাখতে হবে। এখানে আমি E=MC²  এর ক্ষেত্রে 2  সংখ্যাটিকে শুধু tag এর মাঝে রেখেছি আর E=MC  কে tag এর আগে রেখেছি.. 



• Html এ address লিখতে ব্যবহৃত হয় <address> tag.
যেমন —  <address>
Lincons IT Inc<br />
Office: Uttara, Dhaka, Bangladesh<br />
E-mail: linconsit@gmail.com</address>
Note — লক্ষ্য করুন এখানে প্রত্যেকটি লাইনের শেষে  
<br /> tag টি  ব্যবহার করা হয়েছে কারণ পরবর্তী text গুলো যেন চলতি লাইনের পরের নিচের লাইন থেকে যেন  শুরু হয়। 


• Html এ Computer code format এ  text  লিখতে ব্যবহৃত হয় <code> tag.
যেমন — <code> x= 5 </code>


• Abbreviation  format  এ  text  লিখতে ব্যবহৃত হয় <abbr> tag.
যেমন —   <abbr>U.N.O </abbr> United Nations Organization.


•  Variable format  এ  text লিখতে ব্যবহৃত হয় <var> tag.
যেমন — <var>x</var>  is  a variable. 


—তাহলে  এই ছিল  HTML Part : 7 এ আজকের - text formatting  এর tutorial.