HTML Part : 7 - Html text formatting..


HTML Part : 7  এ - আজ html text formatting  অর্থাৎ html এ যেকোনো লেখাকে ছোট, বড়, Bold, Strike, Underline — ইত্যাদি বিভিন্ন ফরমেটে কিভাবে করবেন তা শিখানো হবে —

Html Text Formatting —
Html এ একটি document কে  সুন্দরভাবে উপস্থাপন করতে Text formatting যেমন - Bold, Italic, Underline, strikethrough, Subscript, Superscript ইত্যাদি format এর উপর উপযুক্ত জ্ঞান থাকা প্রয়োজন।
Html এ text অবশ্যই paragraph tag <p> tag এর ভিতরে লিখতে হয়।
Program  Example —
<html>
<head>
<title>www.lincons-it.com</title>
</head>
<body bgcolor="red">
<p>
<b> Welcome  On  Lincons  IT </b>     
</p>
</body>
</html>


      Text Format সমূহ — 
  • Bold
  • Italic
  • Underline
  • strikethrough 
  • Subscript
  • Superscript
  • Big text
  • Small  text
  • Strong  text
  • Sample  text
  • Teletype
  • Abbreviation
  • Variable
  • Code 
  • address 

Note — HTML এ text formatting এর জন্য <b>, <i>, <u>, <strike>, <sub>, <sup>, <big>, <small>, <strong>, <samp>, <tt>, <abbr>, <var>, <code>, <address> tag সমূহ ব্যবহার করতে হয়।


Html Text Formatting Tag সমূহ — 
  শুরু Tag    শেষ Tag
     <b>       </b> 
     <i>      </i>
    <u>      </u>
  <strike>     </strike>
   <sub>     </sub>
   <sup>     </sup>
   <big>     </big>
  <small>     </small>
 <strong>      </strong>
  <samp>   </samp>
     <tt>       </tt>
   <abbr>     </abbr>
    <var>     </var>
   <code>     </code>
 <address>      </address>


Text Format এ কোন tag এর কোন কাজ? —

• Text bold করতে ব্যবহৃত হয় <b> tag.
যেমন —  <b>Welcome On Lincons IT</b>

• Text  Italic  করতে ব্যবহৃত হয় <i> tag.
যেমন — <i>Welcome On Lincons IT</i>

• Text  underline  করতে ব্যবহৃত হয় <u> tag.
যেমন — <u>Welcome On Lincons IT</u>

• Text  strike  করতে ব্যবহৃত হয় <strike> tag.
যেমন — <strike>Welcome On Lincons IT</strike>

• Text (বড়) Big করতে ব্যবহৃত হয় <big> tag.
যেমন — <big>Welcome On Lincons IT</big>

• Text (ছোট)  small  করতে ব্যবহৃত হয় <small> tag.
যেমন — <small>Welcome On Lincons IT</small>

• Text  Strong  করতে ব্যবহৃত হয় <strong> tag.
যেমন — <strong>Welcome On Lincons IT</strong>

• Text  Sample  করতে ব্যবহৃত হয় <samp> tag.
যেমন — <samp>Welcome On Lincons IT</samp>

• Text  Teletype  করতে ব্যবহৃত হয় <tt> tag.
যেমন — <tt>Welcome On Lincons IT</tt>


• Text  Subscript (CO²) করতে ব্যবহৃত হয় <sub> tag.
যেমন —  MgSO<sub>4</sub>
Note— এরকম subscript format এ text গুলোর  ক্ষেত্রে নিচের দিকে যে সংখ্যাটি থাকে সেটি সবসময় tag মাঝে রাখতে হবে।  এখানে আমি MgSO₄ এর ক্ষেত্রে 4 সংখ্যাটিকে শুধু tag এর মাঝে রেখেছি আর MgSO কে tag এর আগে রেখেছি..



• Text  Superscript (E=MC²) করতে ব্যবহৃত হয় <sup> tag.
যেমন — E=MC<sup>2</sup>
Note— এরকম superscript  format এ text গুলার ক্ষেত্রে উপরের দিকে যে সংখ্যাটি থাকে সেটি সবসময় tag মাঝে রাখতে হবে। এখানে আমি E=MC²  এর ক্ষেত্রে 2  সংখ্যাটিকে শুধু tag এর মাঝে রেখেছি আর E=MC  কে tag এর আগে রেখেছি.. 



• Html এ address লিখতে ব্যবহৃত হয় <address> tag.
যেমন —  <address>
Lincons IT Inc<br />
Office: Uttara, Dhaka, Bangladesh<br />
E-mail: linconsit@gmail.com</address>
Note — লক্ষ্য করুন এখানে প্রত্যেকটি লাইনের শেষে  
<br /> tag টি  ব্যবহার করা হয়েছে কারণ পরবর্তী text গুলো যেন চলতি লাইনের পরের নিচের লাইন থেকে যেন  শুরু হয়। 


• Html এ Computer code format এ  text  লিখতে ব্যবহৃত হয় <code> tag.
যেমন — <code> x= 5 </code>


• Abbreviation  format  এ  text  লিখতে ব্যবহৃত হয় <abbr> tag.
যেমন —   <abbr>U.N.O </abbr> United Nations Organization.


•  Variable format  এ  text লিখতে ব্যবহৃত হয় <var> tag.
যেমন — <var>x</var>  is  a variable. 


—তাহলে  এই ছিল  HTML Part : 7 এ আজকের - text formatting  এর tutorial. 


Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.