HTML এ Javascript যুক্ত করার জন্য <script> </script> স্ক্রিপ্ট tag ব্যবহার করতে হয়। যেমন —
<script language="Javascript" type= "text/javascript">.........</script>
— এর অনুরূপে লেখা হয়।
এই (............) অংশে প্রয়োজনীয় এবং অন্যান্য কোড সমূহ রাখা হয়।
• <head> </head> অথবা <body> </body> এর মধ্যে javascript যুক্ত করা হয়।
• <head> </head> এর মধ্যে রাখলে তাকে বলা হয় header script.
• আর <body> </body> এর মধ্যে করা হলে তাকে বলা হয় body script.
• সচরাচর <head> </head> এর মধ্যে বিভিন্ন ধরনের function তৈরি করা হয়।
• আর <body> </body> এর মধ্যে থেকে ঐ function কে প্রয়োজনে কল করা হয়।
Example —
<html>
<head>
<title> www.lincons-it.com</title>
<style>
body{background: #FFX}
</style>
<script type="text/javascript">
function myClick()
{
alert("Welcome to learning JavaScript bangla tutorial from Lincons IT.");
}
</script>
</head>
<body>
<button onclick="myClick()">Click This Button</button>
</body>
</html>
Result —