কিবোর্ডের ‘Function Key’র যত কাজ


একটি কম্পিউটারের কিবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত ১২টি চাবি বা key দেখা যায়। এগুলোকে বলা হয়  Function Key.  কিবোর্ডের অন্য key গুলো ব্যবহার করা হলেও Function Key গুলো ব্যবহার হয় না বেশিরভাগ সময়। কারণ অনেকেই  জানে না এগুলো কী কাজে লাগে।
তাই জেনে নিন কীবোর্ডের Function Key এর কাজগুলোঃ

 F1:
কম্পিউটারে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে F1, যেকোনো প্রোগ্রামের ক্ষেত্রে F1 চাপলেই স্বয়ংক্রিয়ভাবে ‘হেল্প’ বা সাহায্য অপশনটি খুলে যাবে।

 F2:
নির্বাচিত কোনো ফাইল বা ফোল্ডারকে ‘রিনেম’ করতে, অর্থাৎ পুনরায় নাম দেওয়ার ক্ষেত্রে F2 হতে পারে সহজ একটি সমাধান।

 F3: 
Search  ফিচারের জন্য চালু থাকা অ্যাপ্লিকেশনের search  ফিচার আপনাকে অনায়াসেই খুঁজে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেবে function  F3.

 F4:
কিবোর্ডের Alt  key +  F4 চাপলেই আপনার চালু থাকা window টি বন্ধ হয়ে যাবে।

 F5:
Desktop বা laptop কে refresh  বা reload করতে  মাউসের কোনো প্রয়োজন নেই  F5 - ই যথেষ্ট।

 F6:
মাউসের কার্সরকে সরাসরি অ্যাড্রেস বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে F6-এর কাঁধে।

 F7:
কম্পিউটারে লিখতে গিয়ে বানান ভুল? ব্যাকরণের কোনো বালাই নেই?  এই সমস্যা দূর করবে F7.
 Microsoft Word application এ  বানান বা ব্যাকরণগত ভুল বের করতপ F7-এর জুড়ি নেই।

F8:
কম্পিউটার চালু করার সময় Boot menu তে ঢোকার রাস্তা  খুঁজে পাবেন function  F8 চাপলেই।

F9: 
F9-এর কাঁধে দায়িত্ব রয়েছে দুটি।
Microsoft wors document কে  refresh করার জন্য  F9 ব্যবহার করা যায় ।
তাছাড়া Microsoft Outlook এ  ই-মেইল আদান-প্রদানের জন্যও F9-এর ব্যবহার করা যায়।

 F10: 
কম্পিউটারে menubar  খোলার অন্যতম সহজ উপায় হচ্ছে F10 তবে শুধু F10 চাপলেই menubar খোলে যাবে না। সাথে কিবোর্ডের Shift বাটন + F10 key চাপতে হবে।

F11:
কম্পিউটারকে fullscreen এ রূপান্তরিত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে  F11

F12:
শুধু অভ্র সফটওয়্যার দ্রুত চালু করতেই F12 ব্যবহার করা হয় না। কম্পিউটারে ‘Save As’ ডায়লগ বক্স চালু করতেও ব্যবহার করা যায় F12.


Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.