JS Part : 2 - Where to keep JavaScript & External JavaScript..


★ HTML পেজে JavaScript কোড কোথায় রাখতে হয়?  
HTML পেজের মধ্যে <head> অথবা <body> অথবা উভয় tag এর মধ্যে JavaScript কে রাখা যায়।
আর HTML এর মধ্যে JavaScript কোড ব্যবহার করতে হলে অবশ্যই Javascript কোডকে  <script> এবং </script> ট্যাগের মধ্যে লিখতে হয়। 

Code Example — 
<script>
    document.getElementById("
test").innerHTML = "Welcome on Analytics Lincons IT";
</script>

★ <head> অথবা <body> এর মধ্যে JavaScript —
JavaScript কে HTML এর <body> অথবা <head> অথবা উভয়ের মধ্যেই রাখা যায় এবং HTML ডকুমেন্টের মধ্যে  যত ইচ্ছা তত JavaScript কোড রাখা যাবে । তবে সবচেয়ে ভাল সকল কোড একই জায়গায় রাখা।


★ <head> ইলিমেন্টে JavaScript এর ব্যবহার —
নিচের এই example  টিতে JavaScript  ফাংশনকে HTML পেজের <head> অংশে রাখা হয়েছে।
নিচে "Click করুন" বাটনটিতে click  করে ফলাফল দেখুন↓

Code Example —
<!DOCTYPE html>
<html lang="bn">
<head>
    <meta charset="utf-8">
    <title>
WELCOME  TO  LEARN   JAVASCRIPT </title>
<script>
    function myFunc() {
        document.getElementById(
"test").innerHTML = " Javascript সম্পর্কে কেমন ধারণা হল ? ";
    }
</script>
</head>
<body>
    <h4>
Analytics Lincons IT </h4>
    <p id=
"test">Lincons IT তে স্বাগতম .  </p>
    <button type="button" onclick="myFunc()">
Click করুন </button>
</body>
</html>
Code Result —


★ <body> এর মধ্যে JavaScript এর ব্যবহার —
JavaScript কে <body> ইলিমেন্টের নিচের দিকে রাখা ভাল কারণ এতে page দ্রুত লোড হয়।
এবার নিচের example টিতে JavaScript  ফাংশনকে HTML পেজের <head> ইলিমেন্টে  না রেখে  <body> ইলিমেন্টে রাখলাম।
নিচে "Click করুন" বাটনটিতে click  করে ফলাফল দেখুন↓

Code Example — 
<!DOCTYPE html>
<html lang="bn">
<head>
    <meta charset="utf-8">
    <title> WELCOME TO LEARN JAVASCRIPT </title>
</head>
<body>
    <p id="test">Lincons IT তে স্বাগতম .</p>
    <button type="button" onclick="myFunc()">Click করুন </button>
 
    <script>
    function myFunc() {
        document.getElementById("test").innerHTML = "Javascript সম্পর্কে কেমন ধারণা হল ?";
    }
    </script>
</body>
</html>

Code Result — 
WELCOME TO LEARN JAVASCRIPT
Lincons IT তে স্বাগতম .



★ External JavaScript এর ব্যবহার —
JavaScript কে external ফাইলের মধ্যেও রাখা যায়।
একই ধরণের Script কোড যখন একাধিক Web Page এ  ব্যবহার করার দরকার হয় তখন External JavaScript  ব্যবহার করতে হয়। External JavaScript এর ফাইলকে  <head> অথবা <body> এর মধ্যে রাখা যাবে।

JavaScript  ফাইলের file extension হচ্ছে .js।
External JavaScript  ব্যবহার করার জন্য javascript  ফাইলটি <script> ট্যাগের src এট্রিবিউটের মধ্যে রাখতে হবে।

Code Example —
প্রথমেই function  কে myscript.js এ  external javacript এ জমা রাখলাম —
function myFunc() {
document.getElementById("test").innerHTML = "HAPPY JS LEARNING ";
}


<!DOCTYPE html>
<html lang="bn">
<head>
    <meta charset="utf-8">
    <title>Example of external javascript.</title>
</head>
<body>
<h3>External JavaScript</h3>
<p id="test">Welcome .</p>
<button type="button" onclick="myFunc()">Click করুন </button>
<script src="Myscript.js"></script>
</body>
</html>



Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.