HTML পেজের মধ্যে <head> অথবা <body> অথবা উভয় tag এর মধ্যে JavaScript কে রাখা যায়।
আর HTML এর মধ্যে JavaScript কোড ব্যবহার করতে হলে অবশ্যই Javascript কোডকে <script> এবং </script> ট্যাগের মধ্যে লিখতে হয়।
Code Example —
<script>
document.getElementById("test").innerHTML = "Welcome on Analytics Lincons IT";
</script>
★ <head> অথবা <body> এর মধ্যে JavaScript —
JavaScript কে HTML এর <body> অথবা <head> অথবা উভয়ের মধ্যেই রাখা যায় এবং HTML ডকুমেন্টের মধ্যে যত ইচ্ছা তত JavaScript কোড রাখা যাবে । তবে সবচেয়ে ভাল সকল কোড একই জায়গায় রাখা।
★ <head> ইলিমেন্টে JavaScript এর ব্যবহার —
নিচের এই example টিতে JavaScript ফাংশনকে HTML পেজের <head> অংশে রাখা হয়েছে।
নিচে "Click করুন" বাটনটিতে click করে ফলাফল দেখুন↓
Code Example —
<!DOCTYPE html>
<html lang="bn">
<head>
<meta charset="utf-8">
<title> WELCOME TO LEARN JAVASCRIPT </title>
<script>
function myFunc() {
document.getElementById("test").innerHTML = " Javascript সম্পর্কে কেমন ধারণা হল ? ";
}
</script>
</head>
<body>
<h4>Analytics Lincons IT </h4>
<p id="test">Lincons IT তে স্বাগতম . </p>
<button type="button" onclick="myFunc()">Click করুন </button>
</body>
</html>
Code Result —
★ <body> এর মধ্যে JavaScript এর ব্যবহার —
JavaScript কে <body> ইলিমেন্টের নিচের দিকে রাখা ভাল কারণ এতে page দ্রুত লোড হয়।
এবার নিচের example টিতে JavaScript ফাংশনকে HTML পেজের <head> ইলিমেন্টে না রেখে <body> ইলিমেন্টে রাখলাম।
নিচে "Click করুন" বাটনটিতে click করে ফলাফল দেখুন↓
Code Example —
<!DOCTYPE html>
<html lang="bn">
<head>
<meta charset="utf-8">
<title> WELCOME TO LEARN JAVASCRIPT </title>
</head>
<body>
<p id="test">Lincons IT তে স্বাগতম .</p>
<button type="button" onclick="myFunc()">Click করুন </button>
<script>
function myFunc() {
document.getElementById("test").innerHTML = "Javascript সম্পর্কে কেমন ধারণা হল ?";
}
</script>
</body>
</html>
Code Result —
Lincons IT তে স্বাগতম .
★ External JavaScript এর ব্যবহার —
JavaScript কে external ফাইলের মধ্যেও রাখা যায়।
একই ধরণের Script কোড যখন একাধিক Web Page এ ব্যবহার করার দরকার হয় তখন External JavaScript ব্যবহার করতে হয়। External JavaScript এর ফাইলকে <head> অথবা <body> এর মধ্যে রাখা যাবে।
JavaScript ফাইলের file extension হচ্ছে .js।
External JavaScript ব্যবহার করার জন্য javascript ফাইলটি <script> ট্যাগের src এট্রিবিউটের মধ্যে রাখতে হবে।
Code Example —
প্রথমেই function কে myscript.js এ external javacript এ জমা রাখলাম —
function myFunc() {
document.getElementById("test").innerHTML = "HAPPY JS LEARNING ";
}
<!DOCTYPE html>
<html lang="bn">
<head>
<meta charset="utf-8">
<title>Example of external javascript.</title>
</head>
<body>
<h3>External JavaScript</h3>
<p id="test">Welcome .</p>
<button type="button" onclick="myFunc()">Click করুন </button>
<script src="Myscript.js"></script>
</body>
</html>