CSS Part : 1 - CSS কি?


CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheets.
CSS একটি প্রোগ্রামিং language যা html element কে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে CSS  ব্যবহার করা হয়।
একটি html এলিমেন্টকে কিভাবে প্রদর্শন করানো হবে তা CSS এর মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়।

Html এ external CSS  ব্যবহার করলে অনেক সময় সাশ্রয় হয়।  বাহ্যিকভাবে style sheet ব্যবহারের জন্য CSS  ফাইলের নামের শেষে .css এক্সটেনশন দিতে হয়।

Example —

<!DOCTYPE html> 

<html> 

<head>  

<title>CSS এর উদাহরণ</title> 

<style>  

body { background-color:lightskyblue;  }  

h1 { color: white;  text-align: center;  }    

p {   font-family: Siyam Rupali;    font-size: 20px;  }  

</style> 

</head> 

<body>  

<h1>Introducing CSS Tutorial. </h1>  

<p> Welcome On CSS Tutorial  </p> 

</body> 

</html>

Result 


Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.